ক্রিকেট

‘ইংল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর থাকছেন না সুজন’

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – আগামী ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসবেন জাতীয় দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই কোচের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে থাকছেন না।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কোচ হাথুরুসিংহের জন্য একজন সহকারী কোচ রাখা হবে। তাহলে সুজন কী সহকারী কোচ হবেন?

বিষয়টি স্বীকার করে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ইংল্যান্ডের সঙ্গে আসন্ন এই সিরিজে আমি থাকছি না।

এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, পুরো ব্যাপারটি দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিই এ বিষয়ের ভালো বলতে পারবেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button