শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আ.লীগ
ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ছয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী শুক্রবার থেকে দলীয় মনোনয়ন আবেদন ফর্ম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। চারদিন এ ফর্ম বিতরণ চলবে। আজ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে থকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৩