আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা
ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ পরীক্ষা ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ সারাদেশে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই দিন মেডিকেল ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা করা হলো।
সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১১ হাজার আসনের বিপরীতে অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী দু-একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তি বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যান্য বছরের মতো এবারও একই থাকবে ভর্তি প্রক্রিয়া। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির আবেদন করতে পারবেন।
সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে মোট আসন ছয় হাজার ৪৮৯টি।
গত বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৩