পাসের হারে শীর্ষে কারিগরি শিক্ষা বোর্ড
ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে এবার শীর্ষে আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হয়। প্রকাশিত ফলে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলে দেখা গেছে, পাসের হারে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এই বোর্ডে।
এদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: সমকাল
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২৩