ক্রিকেট

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল সিলেট

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সিলেট স্ট্রাইকার। বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে মাশরাফি মর্তুজার দল। প্রথম দল হিসেবে বিপিএলের নবম আসরের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা।

টস জিতে ব্যাট করতে নামে তামিম ইকবালহীন খুলনা। সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ার (৩) ব্যর্থ হন। রান পাননি অন্য ওপেনার বালব্রেইনিও (৭)। তিনে নামা ক্যারীবিও ব্যাটার শেই হোপ (৯) আশা দিতে পারেননি। ব্যর্থতার ওই বৃত্তে ছিলেন ইয়াসির রাব্বি (১২), সাব্বির রহমান (৬) ও সাইফউদ্দিনরা (৬)।

চারে নামা তরুণ মাহমুদুল হাসান জয় ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। সঙ্গী পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ৪১ রান করে আউট হন ডানহাতি ব্যাটার। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। নাহিদুল ইসলাম খেলেন ২২ রানের ইনিংস। ৮ উইকেটে ১১৩ রান তোলে খুলনা।

জবাব দিতে নেমে ২.৩ ওভার থাকতে জয় তুলে নিয়েছে সিলেট। ওপেনার তৌহিদ হৃদয় (৫) ও নাজমুল শান্ত (৩) ব্যর্থ হলেও তিনে নামা জাকির হাসান ও চারে নামা মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তারা ৯০ রানের জুটি গড়েন। জাকির ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। মুশফিকুর রহিম ৩৫ বলে ৩৯ রান করেন। একই ওভারে আউট হন তারা।

এই ম্যাচে সিলেটের হয়ে মাশরাফি বোলিং করেননি। তরুণ তানজিম সাকিব ও অভিজ্ঞ রুবেল হোসেন ওই অভাব পূরণ করেছেন। তানজিম সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। রুবেল ৪ ওভারে ২৪ দিয়ে নিয়েছেন দুই উইকেট। ইমাদ ওয়াসিম ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।

সিলেট স্ট্রাইকার্স ১২ ম্যাচে ৯ জয় নিয়ে কোয়ালিফায়ারে উঠেছে। কুমিল্লা, বরিশাল ও রংপুরের এখন দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ারে যাওয়ার লড়াই। আট জয় পাওয়া কুমিল্লার সামনে সেরা দুইয়ে থাকার সম্ভাবনা বেশি। সাত জয় পাওয়া রংপুরের হাতে আছে দুই ম্যাচ। সাত জয় পাওয়া বরিশালের এক ম্যাচ বাকি আছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button