ক্রিকেট

নির্বাচক হওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর কামরান আকমলের

ইসলামাবাদ, ০৮ ফেব্রুয়ারি – সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। গতকাল নিজের অবসরের বিষয়টি জানান ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। আর এরই মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো কামরান আকমলের। পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্ব গ্রহণের জন্য এই সিদ্ধান্ত তার।

খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখছেন আকমল। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। নতুন অধ্যায় শুরুর আগে পেয়েছেন আরো একটি সুসংবাদ। পিসিবি এই উইকেট রক্ষক ডানহাতি ওপেনারকে দেশটির জুনিয়র ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে।

আকমল গণমাধ্যমে জানান, তিনি নতুন দায়িত্বের পরিধি অনুযায়ী এখন থেকে সময় বুঝে শুধু ক্লাব ক্রিকেট খেলবেন। সেই সঙ্গে জানান বাবর আজমের সঙ্গে পেশোয়ার জালমিতে নতুন দায়িত্বে অনেক আনন্দিত কামরান।

সর্বশেষ পাকিস্তানের জার্সিতে ২০১৭ সালে ম্যাচ খেলেন আকমল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানাতে শেষবার মাঠে নেমেছিলেন আকমল।

কামরান আকমলের ২০০২ সালে পাকিস্তানের হয়ে অভিষিক্ত হন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৩ টি টেস্ট, ১৫৭ টি ওয়ানডে এবং ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৮৭১ রান করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button