মধ্যপ্রাচ্য

তুরস্কের মধ্যাঞ্চলে আবারও ভূমিকম্পের আঘাত

আঙ্কারা, ০৭ ফেব্রুয়ারি – মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

খবর আল জাজিরা।
এদিকে, ফ্রান্স ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গোলবাসির কাছে ভূমিকম্পের শক্তি ছিল ৫ দশমিক ৬। এটি ভূ-পৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ছিল।

উভয় সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টা ১৩ মিনিটে কম্পনটি হয়েছিল। তবে আল জাজিরার প্রতিবেদনে এর কোনো বিস্তারিত বলা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ৪ হাজার ৩৫০ ছাড়িয়েছে। যদিও ডব্লিউএইচও বলছে, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

সোমবার তুরস্কে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি আঘাত হানে ভোরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

এরপর আজ মধ্যরাতেও মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেল।

এদিকে ভূমিকম্পের শিকার দেশ দুটির জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button