জাতীয়

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশি উদ্ধার

আঙ্কারা, ০৭ ফেব্রুয়ারি – তুরস্কে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির একজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নুর আলম নামের ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ আছেন বলে জানিয়েছেন ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুর-আলম।

তিনি বলেন, নুর আলম সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বর্তমানে। কিন্তু রিংকুর কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্রাজুয়েট ছাত্র। তার বাড়ি বগুড়া।

কনসাল জেনারেল বলেন, তুরস্কে ভূমিকম্প হয়ে যাওয়া অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখনও কোনো হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থী ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button