মধ্যপ্রাচ্য

কেবল তুরস্কেই নিহত ৯১২

আঙ্কারা, ০৬ ফেব্রুয়ারি – প্রবল শক্তিশালী ভূমিকম্পে কেবল তুরস্কেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৮৩ জন। সোমবার (৬ ফেব্রুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরাদোয়ান এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তবে উদ্ধার তৎপরতা শেষ হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলতে পারছেন না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

১৯৩৯ সালের পর থেকে তুরস্কে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। এরদোয়ান সাংবাদিকদের জানিয়েছেন, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button