এত শক্তিশালী ভূমিকম্প আর একবারই দেখেছিল তুরস্ক
আঙ্কারা, ০৬ ফেব্রুয়ারি – আজ সোমবার ভোরে ৭.৮ মাত্রার যে ভূমিকম্প তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, সেটিই ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানাচ্ছেন ভূতত্ত্ববিদদের কেউ কেউ। তবে প্রায় ৮০ বছর আগে এ ধরনের শক্তিশালী আরেকটি ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল তুরস্ক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব লন্ডনের ভূতত্ত্ববিদ স্টিভেন হিসক।
তিনি জানান, ১৯৩৯ সালের সেই ভূমিকম্পেরও মাত্রা ছিল ৭.৮। এটি হয়েছিল তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে, যা কেড়ে নেয় অন্তত ৩০ হাজার মানুষের প্রাণ।
এর আগে ২০২০ সালে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের এলাজিগ এলাকায়। সে সময় এ ঘটনায় ৪১ জন নিহত এবং ১ হাজার ৬০০ মানুষ আহত হয়েছিল।
সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ বলেছেন, ১৯৯৫ সালে আর্থকোয়েক সেন্টার চালু হওয়ার পর এত শক্তিশালী ভূমিকম্প সেখানে রেকর্ড করা হয়নি।
আজ প্রবল শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ৫০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/০৬ ফেব্রুয়ারি ২০২৩