মধ্যপ্রাচ্য

বিরূপ আবহাওয়ায় টার্কিশ এয়ারলাইন্সের ১৭০ ফ্লাইট বাতিল

আঙ্কারা, ৬ ফেব্রুয়ারি – বিরূপ আবহাওয়া তথা তীব্র তুষারপাতের কারণে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্সের’ অন্তত ১৭০টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টার্কিশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন এক টুইটে জানান, আবহাওয়া সংক্রান্ত জরুরি কমিটির গৃহীত বিধিনিষেধের সিদ্ধান্ত অনুসারে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করা বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল- এমন ১৫২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করার বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল- এমন ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার স্কুলগুলোও আজ সোমবার বন্ধ থাকবে বলে আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button