মধ্যপ্রাচ্য

৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক, নিহত ৫

আঙ্কারা, ০৬ ফেব্রুয়ারি – সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং কিছু লোক আটকে থাকতে পারে।

দিয়ারবাকিরে বিবিসির তুর্কি সংবাদদাতা জানিয়েছেন, শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

গাজা উপত্যকায় বিবিসির একজন প্রযোজক রুশদি আবুলউফ বলেছেন, তিনি যে বাড়িতে ছিলেন সেখানে প্রায় ৪৫ সেকেন্ড কাঁপুনি ছিল।

তুর্কি ভূমিকম্পবিদরা ভূমিকম্পের শক্তি অনুমান করেছেন ৭ দশমিক ৪ মাত্রার।

তারা বলেছেন, এই অঞ্চলে মাত্র কয়েক মিনিট পর দ্বিতীয় কম্পন আঘাত হেনেছে।

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত।

১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমে একটি শক্তিশালী কম্পনের পর ১৭ হাজার জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button