ভারতে তৈরি নতুন মাদক ফেন্সিগ্রিপসহ গ্রেফতার ১
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – নাম ফেন্সিগ্রিপ। কিন্তু ফেন্সিডিলের সব উপাদানই এতে বিদ্যমান! ভিন্ন নামে ফেন্সিডিল বিক্রি করার সময় মো, রাশেদুল মোমেন রানা (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ‘ফেন্সিগ্রিপ’ জব্দ করা হয়।
গ্রেপ্তার রানা দিনাজপুর সদরের ছেড়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেপ্তার রানা একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববা রাতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
ওসি বলেন, এসব মাদকের গায়ে ফেন্সিগ্রিপ লেখা। তবে এখানে উপাদান হিসেবে কোডিন ফসফেট লেখা আছে যা ফেন্সিডিলের উপাদান হিসেবেই ব্যবহৃত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, ভারতে তৈরি ফেন্সিগ্রিপ ফেন্সিডিল হিসেবেই বিবেচিত। কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে প্রচলিত হয়নি। নাম ভিন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ আটক হওয়ার ঝুঁকি কম থাকে। তাই দিনাজপুর সীমান্ত থেকে এসব ফেন্সিগ্রিপ এনে তিনি ঢাকায় বিক্রি করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৩