জাতীয়

কুষ্টিয়ার হেম আশ্রম পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

কুষ্টিয়া, ০৫ ফেব্রুয়ারি – লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ জান্নাতের আমন্ত্রণে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে হেম আশ্রম পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে হেলিকপ্টার যোগে হেম আশ্রমে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেয়া হয়। পরে হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপন করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এরপর লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সাথে কথা বলেন।

এ সময় ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার (ওসি) মজিবুর রহমানসহ আমন্ত্রিত সুধীজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাধুদের পরিবেশনায় হেম আশ্রমে লালনের গান শোনেন তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button