জাতীয়

ঋণ ফেরতে শ্রীলঙ্কাকে আরও ৬ মাস সময় দিল বাংলাদেশ

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার ঋণ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ফেরত পাওয়া যাবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঋণ পরিশোধে দেশটিকে আরও ছয় মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন শেষে রবিবার ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কাকে যে ঋণ দিয়েছি সেটা পরিশোধে আগামী মার্চ নয়, আমরা তাদের সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে তারা ইনশাআল্লাহ দিয়ে দেবে।

ঋণ দিয়ে ‘দুর্দিনে পাশে দাঁড়ানোর’ কারণে শ্রীলঙ্কা তাদের উৎসবের সময়ে বাংলাদেশকে ‘বেশ সম্মান দিয়েছে’ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

অর্থনৈতিক সঙ্কটে পড়া শ্রীলঙ্কাকে ২০২১ সালে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেয় বাংলোদেশ। গত বছর এপ্রিলে সেই ঋণ শোধ করতে না পারায় চলতি বছর মার্চ পর্যন্ত ঋণ শোধের সময় নেয় তারা। এবার আরও ৬ মাস ঋণ পরিশোধের সময় বাড়ানোর কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button