সাগরে নিজেদের বিমানবাহী রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল
ব্রাসিলিয়া, ০৫ ফেব্রুয়ারি – আটলান্টিক মহাসাগরে ব্যবহার অযোগ্য একটি পুরোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ব্রাজিল। অনেক পুরোনো হওয়ায় এটি ব্যবহার করছিল না দেশটির সামরিক বাহিনী।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ব্রাজিলের বিমানবাহী এই যুদ্ধজাহাজের নাম ছিল ‘সাও পাওলো’। এই যুদ্ধজাহাজ গত শতকের পঞ্চাশের দশকে ফ্রান্সে তৈরি। এর দৈর্ঘ্য ২৬৬ মিটার। ২০০৫ সালে এক অগ্নিকাণ্ডের পর এটি ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে।
ব্রাজিলের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে ব্রাজিলের উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। যেখানে যুদ্ধজাহাজটি ডুবানো হয়েছে, সেখানে সমুদ্রের গড় গভীরতা ছিল ৫ হাজার মিটার বা ১৬ হাজার ফুট।’
এটি ডুবিয়ে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল পরিবেশবিদ ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের আপত্তির কারণ, পুরোনো এই যুদ্ধজাহাজ বিষাক্ত বস্তুতে পূর্ণ।
ব্রাজিলের নৌবাহিনী ৩৭ বছর এটি ব্যবহার করেছে। একে ২০ শতকের ‘নৌবাহিনীর ইতিহাসের সাক্ষী’ বলা হয়ে থাকে। ১৯৬০–এর দশকে এটি প্রথম ব্যবহার করে ফ্রান্স। সত্তর থেকে নব্বইয়ের দশকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়াতেও মোতায়েন ছিল।
সূত্র: সমকাল
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৩