ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটারদের ‘কমনসেন্স’ নিয়ে সন্দেহ সালাহউদ্দিনের

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশিদের দাপট সবসময়ই। এবার কিছুটা ব্যতিক্রম হলেও আধিক্যটা বিদেশিদের দখলেই। বেশিরভাগ স্থানীয় ক্রিকেটাররা ভালো পারফরম করছেন না। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ৬ উইকেটে। তবে মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং ও অসাধারণ ফিফটিতে জয়ের ভিত তৈরি হয়েছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেটারদের কাছে কোচদের কি প্রত্যাশা। এমন উত্তরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানান তিনি স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে সাধারণ কমনসেন্স আশা করেন।

শনিবার ম্যাচ শেষে সংবাদসম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন। সালাহউদ্দিন বলেন, ‘আমি স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে সাধারণ কমনসেন্স আশা করি। কিন্তু তাদের এই কমনসেন্স আছে কি না তা আমার জানা নেই। কারণ একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর ধরে খেলেছে, তিনি জানেন তার দায়িত্বটা কি! কিভাবে খেলতে হবে তাকে। কিন্তু এই কমনসেন্সটা যদি না থাকে, তাহলে হতাশ হওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই।’

তিনি যোগ করেন, ‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা নিজেদের ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না তা আমি জানি না। আমাদের দেশের অনেক ক্রিকেটারেরই সবদিকে শট খেলতে পারে। কিন্তু খেলায় নামলে যেন খেই হারিয়ে ফেলে। রিজওয়ানরা তো ক্রিকেট মাথা দিয়ে খেলে, কিন্তু আমার কাছে মনে হয়ে আমাদের ক্রিকেটাররা মাথা ছাড়াই ক্রিকেট খেলে।’

সালাহউদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, ‘আল্লাহ যেদিন প্রশ্নপত্র কমন দিয়ে দেন সেদিন আমাদের ক্রিকেটাররা ভালো খেলে। আর না প্রশ্ন কমন না পড়লেই হতাশা ভর করে। এটা আসলে হতাশাজনক। ১০-১২ বছর ঘরোয়া ক্রিকেট খেলা একজন ক্রিকেটারের জানা উচিৎ দলে তার ভূমিকাটা কি।’

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button