দক্ষিণ আমেরিকা

চিলিতে দাবানলে পুড়ল ১৪ হাজার হেক্টর বনভূমি, অন্তত ১৩ জনের মৃত্যু

সান্তিয়াগো, ০৪ ফেব্রুয়ারি – ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলিতে পুড়ে গেছে ১৪ হাজার হেক্টর বনভূমি এলাকা। এ ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৩৯টি স্থানে আগুন জ্বলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সান্টা হুয়ানা শহরে আগুনের কারণে বিপজ্জনক এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রাণহানির ঘটনা ঘটেছে। তীব্র দাবদাহ ও বাতাসের প্রভাবে আগুনের তীব্রতা বেড়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। নুবলে ও বায়োবায়ো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে চিলি সরকার। এরই মধ্যে কয়েকশ’ বাড়িঘর পুড়ে গেছে ওই অঞ্চলে। ঝুঁকিতে আছে আরও প্রায় ২০ লাখ মানুষ। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। আগুনের কারণে বেশ কয়েকটি এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে হাইওয়ে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button