জাতীয়

‘খুলনা-মোংলা রেলপথ দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে’

খুলনা, ০৪ ফেব্রুয়ারি – বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, খুলনা-মোংলা রেলপথ চালু হলে বাংলাদেশ-ভারত দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি খুলনার রূপসা নদীতে নির্মিত রেল সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, মোংলা বন্দরে যে সকল জাহাজ আসে তার মালামাল খুলনা-মোংলা রেল লাইনের মাধ্যমে দ্রুত দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। একইভাবে মোংলা বন্দর ব্যবহার করে ভারতও অর্থনৈতিকভাবে লাভবান হবে।
প্রণয় ভার্মা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ রকম একটি সুন্দর কাজ দেখে আমার খুব ভালো লাগছে। এর আগে তিনি খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি রেল সেতু পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন খুলনায় কর্মরত ডেপুটি ভারতীয় হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এল অ্যান্ড টির প্রকল্প প্রধান অমৃতোষ কুমার ঝাঁ।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/০৪ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button