ক্রিকেট

আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন আরেক আফ্রিদি

ইসলামাবাদ, ০৩ ফেব্রুয়ারি – পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারকা পেসার শাহিন। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

শহিদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী আনশা মাঝেমাঝেই খেলা দেখতে আসেন মাঠে। সেই আনশার সঙ্গেই শুক্রবার করাচি মসজিদে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহিন।

প্রসঙ্গত, শাহিন আফ্রিদি ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ২৫ টেস্টে ৯৯, ৩২ ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট পেয়েছেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button