ত্রিপুরায় এবার আগের থেকেও বেশি ভোটে জিতবে বিজেপি, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
আগরতলা, ০৩ ফেব্রুয়ারি – আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরায় (Tripura Assembly Elections 2023)। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা ও মিছিল করছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকরা।
তবে সবার থেকে বেশি জনসভা ও কর্মসূচী নিতে দেখা যাচ্ছে বর্তমান শাসকদল বিজেপিকে (BJP)। আর তাদের প্রত্যেকটি সভা থেকে বিজেপি ত্রিপুরায় আগের থেকে বেশি আসন পাবে বলে দাবি করা হচ্ছে। শুক্রবার ত্রিপুরায় জনসভা করতে গিয়ে সেই একই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা (Assam CM & BJP leader Himanta Biswa Sarma)।
ত্রিপুরার সূর্যমণি নগরে (Suryamani Nagar) দলীয় কর্মসূচীতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এবার ত্রিপুরায় আগের থেকে বেশি ভোট মার্জিনে (vote margin) জয়ী হবে বিজেপি। কংগ্রেস (Congress) ও বামেরা (Left) এখানে শূন্য, তাদের লড়াই শূন্য থেকে উপরে ওঠার। কিন্তু, এবার কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM) এই রাজ্য থেকে পুরো উৎখাত (wiped out) হয়ে যাবে।”
সূত্র: লেটেস্টলি
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩