ইউরোপ

বিপাকে ঋষি সুনাক?

লন্ডন, ৩ ফেব্রুয়ারি – বহুদিন থেকে ব্রিটেনে চলছে শ্রমিক ও কর্মীদের ধর্মঘট। এই নিয়ে কার্যত বেহাল দশায় দেশটি। এমন অবস্থায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জনপ্রিয়তাও নিম্নমুখী! দেশটিতে গত বৃহস্পতিবারের বিশাল ধর্মঘট ও তার জেরে প্রায় থমকে যাওয়া জনজীবনের জন্য সুনাকের দিকেই আঙুল তুলেছেন দেশবাসী। অন্যদিকে বিরোধী লেবার পার্টি সুনাকের পদত্যাগ দাবি করেছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারে দেশটিতে অন্তত পাঁচ লাখ শ্রমিক ও কর্মী বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামে। এতে কার্যত স্তব্ধ হয়ে যায় লন্ডনসহ ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা এই ধর্মঘটে যোগ দেওয়ায় বন্ধ ছিল ইংল্যান্ড ও ওয়েলসের ৮৫ শতাংশ স্কুল। ধর্মঘটে অংশ নেন শিক্ষাকর্মীরাও। স্বাস্থ্যকর্মী ও নার্সরা ধর্মঘটে যোগ দেওয়ার ফলে স্বাস্থ্য পরিষেবাও বহুলাংশে ব্যাহত হয়।

বাস ও ট্রেন চালকেরা ধর্মঘটে অংশ নেওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। যেখানে দু’টি বড় শহরের মধ্যে ১৫ মিনিট অন্তর ট্রেন পরিষেবা রয়েছে, সেখানে বুধবার অনেক দেরিতে, কম পক্ষে দু’ঘণ্টা অন্তর অন্তর ট্রেন ছেড়েছে। বিমানবন্দরের কর্মীরাও এই ধর্মঘটে শামিল হওয়ায় বিমানবন্দরের যাত্রীদেরও নাকাল হতে হয়েছে। কর্মী সঙ্কটের জন্য বন্ধ ছিল লন্ডনের ব্রিটিশ মিউজ়িয়াম।

করোনা পরবর্তী সময়ে ঘোর আর্থিক মন্দার মুখে ব্রিটেন। আর্থিক সঙ্কটে জেরবার সাধারণ মানুষ। এই টালমাটাল পরিস্থিতিতে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক গত অক্টোবরে দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসেন। তখন সাধারণ মানুষের মনে আশা জেগেছিল, অর্থনীতির মোড় হয়তো ঘুরিয়ে দিতে পারবেন নতুন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে, মাত্র ১০০ দিনে, দেশের অর্থনীতির দিশা পাল্টে দেওয়া সুনকের পক্ষে সম্ভব হয়নি। এতে করে অনেকটা বিপাকে সুনাক।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button