দক্ষিণ এশিয়া

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াল ভারত

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি – চীন ও পাকিস্তানকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে ভারত। বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ২০২৩-২৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ১৩ শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ৫ লাখ ৯৪ হাজার রুপির একটা বড় অংশ যুদ্ধবিমান, সাবমেরিন ও ট্যাঙ্ক কিনতে খরচ হবে। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট বরাদ্দ ছিল ৫ লাখ ২৫ হাজার কোটি রুপি। খবর এনডিটিভির।

আন্তর্জাতিক প্রতিরক্ষা সংস্থাগুলোর মতে, প্রতিরক্ষা ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরই ভারতের অবস্থান। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ বেড়েছে। পশ্চিমে পাকিস্তান সীমান্তের অবস্থাও অপরিবর্তিত। হিমালয়জুড়ে উত্তরে লাদাখ থেকে শুরু করে পূর্বে অরুণাচল পর্যন্ত ভারতীয় বাহিনী তার উপস্থিতি ও নজরদারি বাড়িয়ে দিয়েছে।

ভারতে ইতোমধ্যে হালকা ট্যাঙ্ক উৎপাদনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকায় সড়ক ও অবকাঠামো নির্মাণে বিপুল গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে বাজেটে ‘বর্ডার রোড অর্গানাইজেশন’ এর বরাদ্দ বাড়িয়ে ৫ হাজার কোটি রুপি করা হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button