পাকিস্তানে মসজিদে হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে
ইসলামাবাদ, ০৩ ফেব্রুয়ারি – পাকিস্তানের পেশোয়ারে পুলিশ সদরদপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে। তাঁর মাথায় হেলমেট ছিল। গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশপ্রধান এ তথ্য জানান। এদিকে সর্বশেষ এ ঘটনায় ৮৪ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর এএফপির।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ বাহিনীর প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, দায়িত্বে থাকা লোকজন তাঁকে (হামলাকারী) তল্লাশি করেননি। কারণ, তিনি পুলিশের পোশাকে ছিলেন, এটি নিরাপত্তাজনিত একটি ত্রুটি। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারী সম্পর্কে পুলিশ ‘মোটামুটি ধারণা’ পেয়েছে। হামলাকারীর একা হামলা চালানোর পরিকল্পনা ছিল না উল্লেখ করে আনসারি বলেন, তাঁর পেছনে একটি বড় নেটওয়ার্ক রয়েছে।
বুধবার নাম প্রকাশ না করার শর্তে সিটি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কম্পাউন্ডের ভেতরে থাকা লোকজন হামলার ঘটনায় সমন্বয় করতে সহায়তা করেছিল কিনা, তাও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
গত ৩০ জানুয়ারি জোহরের নামাজের সময় এ বিস্ম্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদটি মুসল্লিতে পূর্ণ ছিল। বিস্ম্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে আটক করা হয়েছে।
সূত্র: সমকাল
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২৩