মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমান
আবু ধাবি, ০৩ ফেব্রুয়ারি – আচমকা আগুন ধরে গিয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। স্থানীয় সময় আজ শুক্রবার আবু ধাবি থেকে কালিকট গামী বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গিয়েছিল।
বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমানে অবস্থান করা সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটিতে মোট ১৮৪ জন যাত্রী ছিল। অবতরণের পরেই সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।
শুক্রবার সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সঙ্গেসঙ্গে আবু ধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩