নতুন ভবন ও রাজস্ব সম্মেলনের উদ্বোধন ৫ ফেব্রুয়ারি
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকীকরণের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে। তাই রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ব বান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশ্যে এনবিআর ৫ ও ৬ ফেব্রুয়ারি (দুই দিনব্যাপী) একটি রাজস্ব সম্মেলনের আয়োজন করেছে।
একইসঙ্গে রোববার প্রধানমন্ত্রী রাজস্ব ভবনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলন -২০২৩ ও রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দেশের মোট আয়ে এনবিআরের আহরিত রাজস্বের পরিমাণ প্রায় ৮৬ শতাংশ বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩