‘বাজেটে তো সরকার পড়ে যাচ্ছিল’
কলকাতা, ০৩ ফেব্রুয়ারি – কেন্দ্রীয় বাজেটের ধাক্কায় সরকার (দেশের) পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট প্রস্তাবের প্রতিক্রিয়ায় মমতা আগেই বলেছিলেন, ‘অমাবস্যার অন্ধকার।’এরপর গতকাল নতুন করে আরও বলেন, কাল তো সরকার প্রায় পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ার বাজারে ধস নেমেছিল। তখন ওরা ( কেন্দ্র) ছ‘জন-আট জনকে ফোন করেছে! কাউকে বলেছে, ২০ হাজার কোটি টাকা দাও, মানে যাদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদের দাও। কাউকে বলেছে ৩০ হাজার কোটি টাকা দাও, কাউকে বলেছে ১০ হাজার কোটি টাকা দাও। কাদের অনুরোধ করেছে, তা-ও আমরা জানি। নাম বলে তাদের দুর্ভোগ বাড়াতে চাই না।
এদিকে মমতার এমন বক্তব্যের পরই প্রতিবাদে সরব হয় বিজেপি ও সিপিএম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওর কথার ভিত্তি কী? কোন শিল্পপতির কাছে টাকা চাওয়া হয়েছে? সেই টাকা কোথায় দেওয়া হয়েছে?
মমতার মন্তব্যকে দেশদ্রোহী বলে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন শুভেন্দু।
ভারতের এবারের বাজেটে আয়কর কাঠামো ও কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি বলেন, নেচে নেচে বেড়িয়ে বলছে, আয়কর ছাড়ের উর্ধ্বসীমা পাঁচ থেকে সাত লক্ষ করলাম। যারা এটা নিয়ে মজায় আছেন, তাদের বলি, শুনে রাখুন, কী চালাকি করেছে। মাছের তেলে মাছ ভেজেছে। কথার কারসাজি। আসলে কিছু নয়। আপনার রোজগার আরও ঝরঝরে করে দিয়েছে। পাঁচ থেকে সাত যে হলো, তাতে দুই বাড়াল, আড়াইয়ের সুবিধা কাটল।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩