শিক্ষা

শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, উত্তপ্ত ক্যাম্পাস

রংপুর, ০৩ ফেব্রুয়ারি – রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পার্কের মোড় থেকে স্থানীয় কয়েকজন যুবক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাসুদ। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে বান্ধবীকে টিজ করা নিয়ে এক বহিরাগতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডা হয়। সে ঘটনার রেষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে থমথমে অবস্থা বিরাজ করছে আশপাশের এলাকাগুলোতে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button