জটিকা সফর শেষে ফিরলেন শাকিব খান
ঢাকা, ২ ফেব্রুয়ারি – ঢালিউড ভাইজান শাকিব খান দেশে ফিরেছেন। দুবাই-যুক্তরাষ্ট্রে ঝটিকা সফর শেষে দেশে ফিরেছেন তিনি। নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করে বিষয়টি জানান দিয়েছেন এ অভিনেতা।
দুবাই একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে ১৪ জানুয়ারি সেখানে গিয়েছিলেন শাকিব খান। দুবাই থেকে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন ঢালিউড ভাইজান। দুই সপ্তাহ পর বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখেন শাকিব খান।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শাকিব খানও তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, কামিং ব্যাক হোম।
শাকিব খানের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। কমেন্টস বক্সে তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। জাহিদ সরকার লিখেছেন, ‘খুব পরিশ্রমী ও অসাধারণ একটা নায়ক।’ প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান লিখেছেন, ‘রাজা তার সিংহাসনে ফিরবে, এখন শুধু খেলা হবে বসের নিয়মে, দুই বাংলার ভাইজান সুপারস্টার শাকিব খান, শুভকামনা রইল, লাভ ইউ বস।’
২০২১ সালে আমেরিকায় গিয়েছিলেন শাকিব খান। সে যাত্রায় ৯ মাস ছিলেন দেশটিতে। ৯ মাস পর দেশে ফিরে জানিয়েছেন অনেকগুলো কাজের খবর। এরই মধ্যে শাকিব খান শেষ করেছেন ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে আরও দুটি সিনেমা।
আইএ/ ২ ফেব্রুয়ারি ২০২৩