ইউরোপ

পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে ৭৫ লাখ টাকা পুরস্কার

মস্কো, ০২ ফেব্রুয়ারি – রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের নির্মিত আব্রামস এবং জার্মান লেপার্ড টু ট্যাংক সরবরাহ করছে।

এসব ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে ৫০ লাখ রুবল দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৭৫ লাখ টাকা।

পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়। খবর দ্য মস্কো টাইমস ও আল জাজিরার।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ইউক্রেনে পাঠানো যেকোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারি ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

সূত্র: যুগান্তর
আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button