জাতীয়
শ্রীলঙ্কার স্বাধীনতা উদযাপনে কলম্বো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ০২ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে কলম্বো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনদিনের সফরে আজ বৃহস্পতিবার দেশটিতে যাচ্ছেন তিনি।
তিনদিনের এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন আগামী শনিবার শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার পাশে থাকার পাশাপাশি এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দেবে বাংলাদেশ।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০২ ফেব্রুয়ারী ২০২৩