ইউরোপ

২৪ ফেব্রুয়ারি আবারও হামলা শুরু করতে পারে রাশিয়া

কিয়েভ, ২ ফেব্রুয়ারি – ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তার মতে, গত বছরের মতো এ বছরও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো হামলা শুরু করতে পারে রুশ সেনারা। খবর বিবিসির।

রেজনিকোভ বলেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কিছু করার চেষ্টা করবে’। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশপথে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর মাত্র ২০ দিন পর এ হামলার এক বছর পূর্ণ হবে।

ইউক্রেনীয় মন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় ৫ লাখ সেনা জড়ো করেছে।

এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ৩ লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।

বর্তমানে ফ্রান্স সফরে থাকা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার কথিত আসন্ন হামলা নিয়ে তাদের কমান্ডাররা প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেছেন, আমার বিশ্বাস আছে ২০২৩ সালটি আমাদের সামরিক বিজয়ের বছর হতে পারে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় সেনারা যুদ্ধক্ষেত্রে যে সফলতা পেয়েছেন সেটি বৃথা যেতে দেওয়া হবে না।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button