ঢালিউড
কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’
ঢাকা, ১ ফেব্রুয়ারি – দেশজুড়ে তুমুল সাড়া ফেলা ‘পরাণ’ সিনেমা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার পর এবার মুক্তি পেতে যাচ্ছে কানাডায়। পাঁচ মাসেরও বেশি সময় দেশের প্রেক্ষাগৃহে চলা এ সিনেমাটি ইন্ডাস্ট্রিতে নতুন জোয়ার বয়ে আনে।
জানা গেছে, আগামী ৩ ফেব্রুয়ারি কানাডার ১২টি শহরের সিনেমা হলে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ জুটির এ সিনেমা। এমনটা নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি।
তিনি জানান, বায়োস্কোপের পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার টরেন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরের ১২টি থিয়েটার হলে দেখা যাবে ‘পরাণ’। এরপর দ্বিতীয় সপ্তাহে আরও দুটি নতুন শহর যুক্ত হওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে মিম-রাজ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার প্রমুখ।
আইএ/ ১ ফেব্রুয়ারি ২০২৩