দক্ষিণ এশিয়া

ভারতে ৭ লাখ রুপি পর্যন্ত আয়ে কর ছাড়ের প্রস্তাব

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি – ভারতে বছরে ৭ লাখ রুপি পর্যন্ত আয় হলে আয়করে ছাড়ের প্রস্তাব করা হয়েছে। বেতনভোগীদের জন্য আয়করে এই ছাড়ের প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বুধবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশটির জাতীয় বাজেট পেশকালে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, আয়কর ছাড়ের সীমা ৫ লাখ রুপি থেকে বাড়িয়ে ৭ লাখ রুপি করা হচ্ছে। পাশাপাশি, কারও বছরে ৯ লাখ রুপি পর্যন্ত আয় হলে ৪৫ হাজার রুপি আয়কর দিতে হবে, যা আগের তুলনায় ২৫ শতাংশ কম।

যাঁর ১৫ লাখ রুপি বাৎসরিক আয় তাঁকে দেড় লাখ রুপি কর দিতে হবে, যা আগে দিতে হত ১ লাখ ৮৭ হাজার রুপি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে আনা হচ্ছে ৫ স্তরের কর কাঠামো। যেখানে ৩ লাখ পর্যন্ত থাকছে করছাড়। করের নতুন হার হচ্ছে- ০ থেকে ৩ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ০। ৩ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ। ৬ লাখ থেকে ৯ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ। ৯ লাখ থেকে ১২ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ। ১২ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ। আর ১৫ লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয়ে ৩০ শতাংশ।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০১ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button