বাংলা সাহিত্যের সব বই অনুবাদ করতে হবে
ঢাকা, ০১ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি বিশ্বসাহিত্যের সঙ্গে আমাদের ভাষার একটা সম্পর্ক তৈরি হওয়া দরকার। এ কারণে বাংলা সাহিত্যের সব বই অনুবাদ করতে হবে।
বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, আদালতের রায় যাতে বাংলায় লেখা হয় ইতোমধ্যে সে ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ইতোমধ্যে সেই চর্চাও শুরু হয়েছে। কারণ ভাষার জন্য আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা রয়েছে। ভাষার অধিকার থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।
সরকারপ্রধান বলেন, আজকে একটা কথা আমি বলতে চাই, দেশে অনেক জ্ঞানী লোক আছে। তাদের কাছে হঠাৎ শুনলাম, দুই বছরের জন্য যদি একটা অনির্বাচিত সরকার আসে তাতে তো মহাভারত অশুদ্ধ হবে না। এটা ঠিক যে মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু অশুদ্ধ হবে আমাদের সংবিধান। অশুদ্ধ হবে আমাদের জাতীয় জীবন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ ফেব্রুয়ারি ২০২৩