ইসলাম

আজান শুনে দোয়া পড়া

বিখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি বলে, ‘আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা-শারিকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, রাদিতু বিল্লাহি রাব্বাও, ওয়াবি মুহাম্মাদিন রাসুলান, ওয়াবিল ইসলামি দ্বিনান’ তাহলে তার গোনাহ মাফ করা হবে।’ -সহিহ মুসলিম : ৭৩৭

এম ইউ

Back to top button