জাতীয়

চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৩০ বিলিয়ন ডলার

ঢাকা, ৩১ জানুয়ারি – চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গতকাল সোমবার রাতে দেওয়া বিবৃতিতে আইএমএফ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে, যা সাড়ে ৩ মাসের আমদানি ব্যয়ের সমান। আর আগামী অর্থবছরে এর পরিমাণ হবে ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলার, যা ৩ দশমিক ৮ মাসের আমদানি ব্যয়ের সমান।

তবে, সরকার আশা করছে চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

সূত্র: দ্য ডেইলি স্টার
আইএ/ ৩১ জানুয়ারি ২০২৩

Back to top button