দক্ষিণ এশিয়া

অবশেষে আইএমএফের শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান

ইসলামাবাদ, ৩০ জানুয়ারি – চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে প্রথমে গড়িমসি করলেও অবশেষে সব শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, অর্থনীতি সচল করতে আইএমএফের দারস্থ হওয়ার পর পাকিস্তানকে কঠিন শর্ত দিয়েছিল সংস্থাটি। প্রথমে শর্তগুলো মেনে নিতে গড়িমসি করলেও এখন বাধ্য হয়েই মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শর্ত মেনে নেওয়ার অংশ হিসেবে দেশটির ব্যবসা, বাণিজ্যসহ সবক্ষেত্র মিলিয়ে নতুন ২০০ বিলিয়ন ডলার কর আরোপ করা হবে। শর্তগুলো বাস্তবায়ন করতে এরইমধ্যে কাজ শুরু করেছে দেশটি। বিভিন্ন খাত থেকে ভর্তুকি বন্ধ করার পাশাপাশি জ্বালানি তেলসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ সরকার।

জানা গেছে, আইএমএফের একটি প্রতিনিধি দল ৩১ জানুয়ারি পাকিস্তানে আসবেন। মূলত শর্ত মেনে সেগুলো বাস্তবায়ন করার নিশ্চয়তা দেওয়ার পরই আইএমএফ তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এর আগে, শর্ত মানতে মানুষের জীবনব্যয় অনেক বেড়ে যাবে, এমন ভাবনায় প্রথমে আইএমএফের শর্তগুলো মেনে নিতে চাননি শেহবাজ শরীফ।

সূত্র: আরটিভি
এম ইউ/৩০ জানুয়ারি ২০২৩

Back to top button