অপরাধ

‘বিশেষ হালুয়া’ খেয়ে সর্বস্ব হারাচ্ছে শতশত মানুষ, গ্রেপ্তার ৫

ঢাকা, ৩০ জানুয়ারি – সম্প্রতি রাজধানীর শনির আখড়া থেকে অজ্ঞান পার্টির ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ ২০ বছরে ধরে অন্তত ৭শ মানুষকে অজ্ঞান করে লুটে নিয়েছে সবকিছু।

অজ্ঞান পার্টির হোতা মিজান এক সময় ছিলেন সবজি বিক্রেতা। এরপর কাজ করতেন মোজার দোকানে। পরে জড়িয়ে পড়েন এ কাজের সাথে। এ কাজে রিবট্রিল ও মিলিয়াম জাতীয় ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে তা চ্যবন প্রাশ ও খোরমার সাথে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ হালুয়া। যা খেলে মানুষের নেশা ও ঘুম আসে। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে।

যৌনশক্তি বৃদ্ধি ও পেটের সমস্যার উপশমের কথা বলে বিভিন্ন জায়গায় এই বিশেষ হালুয়া বিক্রি করে অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে তারা কোনো ব্যক্তিকে টার্গেট করে তাকে হালুয়া খেতে প্রলুব্ধ করে। খাওয়ার পর ওই ব্যাক্তি জ্ঞান হারিয়ে ফেললে সবকিছু নিয়ে সটকে পড়ে চক্রের সদস্যরা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, এরা ভ্রাম্যমাণ অপরাধী। তাদের খাওয়ানো নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় মানুষের মৃত্যুও হতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জানুয়ারি ২০২৩

Back to top button