জাতীয়

বিএনপি নেতা মুনির হোসেন কারামুক্ত

ঢাকা, ২৯ জানুয়ারি – প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আজ রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে জামিনে মুক্তি পান তিনি। এ সময় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কারাফটকে মো. মুনির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। সেদিন মুনির হোসেনকেও আটক করে কারাগারে নেওয়া হয়।

সূত্র: সমকাল
আইএ/ ২৯ জানুয়ারি ২০২৩

Back to top button