জাতীয়

অর্থ পাচারকে বড় চ্যালেঞ্জ বলছেন ৪৪ শতাংশ ব্যবসায়ী

ঢাকা, ২৯ জানুয়ারি – দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার হচ্ছে উল্লেখ করে ৪৪ শতাংশ ব্যবসায়ী বলছেন, এ সমস্যা দেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অর্থ পাচার থামানোর উদ্যোগ অনেক খারাপের দিকে রয়েছে। বিষয়টি খুবই নেতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। পাচার ঠেকানোর জন্য সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয় মনে করেন তারা।

সেন্টার ফর পলিসি ডায়লগের অর্থনীতিবিদরা এক জরিপের ভিত্তিতে এ সব তথ্য জানিয়েছেন। আজ রোববার (২৯ জানুয়ারি) গবেষণা ফলাফল প্রকাশ করেছে সংস্থাটি।

রাজধানীর সিপিডি কার্যালয়ে বেলা ১১টার পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ সিপিডির গবেষক ও কর্মীরা।

সূত্র: বণিক বার্তা
এম ইউ/২৯ জানুয়ারি ২০২৩

Back to top button