ঢালিউড

‘মেয়েদের সঙ্গে জড়িয়ে গুঞ্জন ছড়ায়, আদৌ কি আমি এরকম?’

ঢাকা, ২৮ জানুয়ারি – ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার থাকেন এই নায়ক। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রলও কম হয় না। তবে তার ব্যক্তিজীবন নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে কবে বিয়ে করছেন? এমন প্রশ্ন ছুড়েন অনেকেই।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সবুরের ফল সবসময় মিষ্টি হয়। বাবা-মা’র জীবদ্দশায় আমার বিয়ে দেখে যেতে পারেননি। তাদের খুব ইচ্ছা ছিল, আমার বিয়ে দেখার। এখন আমার দুই ভাই ও এক বোন রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে যখন সিদ্ধান্ত নেব, তখন সবাইকে নিয়ে বেশ ঘটা করে বিয়ে করব।’

তিনি আরো বলেন, ‘মেয়েদের সঙ্গে জড়িয়ে আমাকে নিয়ে অনেকেই গুঞ্জন ছড়ায়। আদৌও কি আমি এ রকম? একদমই না। আমার ক্যারিয়ারে আমি কখনও সিগারেট খাইনি, মদ্যপান করিনি, জুয়া খেলিনি। এমন কোনো খারাপ অভ্যাস আমার নেই।’

বলিউডের সিনেমার আমদানির বিপক্ষে অবস্থান করছেন জায়েদ খান। অতীতেও আমদানির বিপক্ষে সোচ্চার ভূমিকা রেখেছেন এই নায়ক।

এম ইউ/২৮ জানুয়ারি ২০২৩

Back to top button