শরীর চর্চা

ব্যায়ামকে করুন নিত্যদিনের অভ্যাস

আফসানা সুমী

ব্যায়াম করা জরুরি, এটা আমরা সবাই জানি। কিন্তু তবু নিয়মিত ব্যায়াম যেন খুব কঠিন একটা কাজ। ইউটিউবে এখন অনেক শরীরচর্চার ভিডিও আছে। চাইলেই আমরা শিখে নিতে পা্রি আমাদের প্রয়োজনমত কোন ব্যায়াম। কিন্তু নিজের জন্য এই সময়টুকু আমরা দিই না। কোন এক অদ্ভুত কারণে সৌন্দর্য্য সচেতন নারী হোক বা পুরুষ তারা পার্লারে বা সেলনে সময় ব্যয় করলেও শরীরচর্চায় করতে চান না কোনভাবেই।

চলুন বদলে ফেলি আমাদের এই অস্বাস্থ্যকর মাইন্ডসেট। নিজেকে উৎসাহিত করি ব্যায়াম করতে। একদিন দুইদিন নয়, ব্যায়াম হোক আপনার প্রতিদিনকার সঙ্গী। যেভাবে করবেন কাজটি-

সময় বের করুন
সারাদিনে আমরা কতদিকে সময় ব্যয় করি। কখনো শুয়ে শুয়ে টিভি দেখেই কাটিয়ে দিই ঘন্টার পর ঘন্টা। কখনো অলসভাবে শুধু স্ক্রল করে যাই ফেসবুক বা ব্রাউজ করতে থাকি গুগলে। বিশ্রাম আপনার প্রয়োজন। কিন্তু বিশ্রামের সময়টা যদি আপনাকে আরও সুগঠিত করে তাহলে ক্ষতি কি? আপনার সারাদিনের ২৪ ঘন্টা সময় থেকে অন্তত ৩০ মিনিট সময় বের করুন।

উদ্দেশ্য ঠিক করুন
ব্যায়াম তো শুরু করবেন। কিন্তু সব ধরণের ব্যায়াম কি আপনার জন্য প্রযোজ্য। নিশ্চয়ই না। তাই আগে ঠিক করুন আপনার লক্ষ্য কি! আপনি কি ব্যায়াম করে নিজের মেদভুঁড়ি কমাতে চান? নাকি সুগঠিত বাহু তৈরি করতে চান? নাকি নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখা আপনার লক্ষ্য? একজন এক্সপার্টের কাছ থেকে আপনার প্রয়োজন এবং শারীরিক ক্ষমতা অনুযায়ী ব্যায়ামের পরামর্শ নিন। নতুবা হিতে বিপরীত হতে পারে।

স্ট্রেস নেবেন না
ব্যায়াম করুন আনন্দের সাথে। ব্যায়াম করতে হবে, দেরি হলে কি হবে, আজ না করলে ক্ষতি হয়ে যাবে এসব স্ট্রেস নেবেন না। তবে হ্যাঁ, কাজটিকে অবশ্যই সিরিয়াসলি নেবেন এবং আপনার প্রায়োরিটি লিস্টে রাখবেন। মনে রাখবেন, এটি এমন একটি কাজ যা আপনি করেন আপনার নিজের জন্য, নিজেকে ভালোবেসে করুন।

একসাথে সব নয়
একসাথে ভারী ভারী ব্যায়াম শুরু করতে যাবেন না। এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন আপনার মনে হবে, শরীরচর্চা আপনার জন্য নয় বা এসব করতে গিয়েই নিজের ক্ষতি করে ফেলেছেন আপনি। আসলে কিন্তু তা নয়। আপনার ক্ষতির জন্য দায়ী আপনার অজ্ঞতা, ব্যায়াম নয়। আপনি যদি শরীরচর্চা হিসেবে দৌড় বেছে নেন তাহলে প্রথমদিনই ১ ঘন্টা নয় ৩০ মিনিট দৌড়ান। অথবা যতটুকু দৌড় আপনার শরীরের জন্য ঠিক মনে হয় ততটুকু করুন। ধীরে ধীরে সময় বাড়ান।

স্বাস্থ্যকর খাবার
শরীরচর্চা শুরু করার সাথে সাথে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে শুরু করুন। কারণ আপনার শরীর থেকে প্রতিদিন বাড়তি কিছু ক্যালোরি খরচ হবে। হঠাৎ এই পরিবর্তন নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সালাদ জাতীয় খাবার, চর্বিহীন পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বেশী করে পানি পান করুন।

আডি/ ২৯ নভেম্বর

Back to top button