উত্তর আমেরিকা

ম্যালেরিয়ার ওষুধে করোনা চিকিৎসা সম্ভব: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাসিলিয়া, ২৯ নভেম্বর- ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো জানিয়েছেন, দেশটির স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া করোনার কোনো ভ্যাকসিন দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পরই করোনার মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

কিন্তু তারপরও দেশটির সরকার প্রধান ভ্যাকসিন নয়, বরং করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু গবেষকরা বলছেন, এ ওষুধ করোনায় পুরোপুরি অকার্যকর এবং বিপজ্জনকও।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্য করোনার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।আর তার পরপরই যুক্তরাষ্ট্রেও সরবরাহ শুরু হবে।

পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আসছে ৭ ডিসেম্বর প্রথম ইনজেকশন দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

ডিসেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই মার্কিন সরকারও ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘোষণা এলেই ২৪ ঘণ্টার মধ্যেই সরবরাহ শুরু করবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির অগ্রগতি দেখতে শনিবার দেশটির পুনে, হায়দ্রাবাদ ও আহমেদাবাদে তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ল্যাব পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে বর্তমানে পাঁচটি ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে।

রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ৯৫ শতাংশ কার্যকর উল্লেখ করে দেশটির কর্তৃপক্ষ বলছে, অন্যান্য দেশে এটি অনুমোদন পেলে পাশ্চাত্য দেশগুলোর তৈরি ভ্যাকসিনকে ছাড়িয়ে যাবে এর কার্যকারিতা।

অনেক বিশেষজ্ঞের মতে, স্পুটনিক ফাইভ ট্রায়ালের আগেই রুশ সরকার অনুমোদন দেয়ায় এটি প্রয়োগ করা নিরাপদ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো বর্হিবিশ্বে। কিন্তু রুশ গবেষকরা বলছেন, অন্যান্য দেশে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে কার্যকারিতার দিক থেকে শীর্ষে অবস্থান করবে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৯ নভেম্বর

Back to top button