আইন-আদালত

বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিসের স্ত্রীর জামিন

ঢাকা, ২৯ নভেম্বর- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন।

এর আগে আসামি সুমি রহমান আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় তার আইনজীবী শাহিনুর ইসলাম জামিন শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২ ডিসেম্বর পর্যন্ত তাকে অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।

গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৯ নভেম্বর

Back to top button