কক্সবাজার
রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, জঙ্গিদের সঙ্গে গোলাগুলি
কক্সবাজার, ২৩ জানুয়ারি – কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৩