দক্ষিণ এশিয়া

করোনার ন্যাজাল স্প্রে ভারতের বাজারে আসছে ২৬ জানুয়ারি

নয়াদিল্লি, ২২ জানুয়ারি – করোনা প্রতিষেধক নাকে দেওয়ার টিকা ন্যাজাল ইনকোভ্যাক ভারতের বাজারে আসছে আগামী ২৬ জানুয়ারি। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি ইনকোভ্যাক বাজারে এলে এটিই বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন হবে।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কলকাতা টিভি।

এর আগে শনিবার ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা জানিয়েছেন, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেই কোভিড ন্যাজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আসছে।

তিনি আরও জানান, গবাদি পশুর থেকে তৈরি চর্মরোগের ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই বাজারে চলে আসবে।

ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী, কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে।

জানা গেছে, যারা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তারা এটাকে বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন।

ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল দেশটি। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জানুয়ারি ২০২৩

Back to top button