জাতীয়

মাদরাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

ঢাকা, ২৯ নভেম্বর- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণসহ সাত দফা দাবিতে মাদরাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ পদযাত্রা কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। এর কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

সেখান থেকে একদল শিক্ষক প্রতিনিধি তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গেছেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণসহ শিক্ষকদের অন্য দাবিগুলো হলো- কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদরাসা শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ি মাদরাসায় আসবাবপত্রসহ ভবণ নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী নিবন্ধনের ব্যবস্থাকরণ।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৯ নভেম্বর

Back to top button