বলিউড

এক বসাতেই বই শেষ করি: জেরিন খান

মুম্বাই, ২৯ নভেম্বর- করোনাকালের শুরু থেকেই বিশ্বব্যাপী জারি করা হয়েছিল লকডাউন। গৃহবন্দী সময়ের পুরোটাই যে সবাই শুয়ে বসে কাটিয়েছেন এমন নয়। অনেকেই দীর্ঘ এই সময়টিতে সৃজনশীল কাজ করেছেন। তারকাদের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম হয়নি। তাদেরই একজন জেরিন খান।

‘হেইট স্টোরি থ্রি’ খ্যাত অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমি বই পড়তে খুবই পছন্দ করি। যদি একবার কোন বই পড়া শুরু করে আমার ভালো লেগে যায়, তবে সেটি শেষ না করে আমি উঠি না। শুধু তাই নয়, আমার কাছে অনেক বইয়ের দুর্দান্ত সংগ্রহ রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘অনেকেই মনে করেন আমি বই পড়ি না। যেমন আমি যখন কাউকে বই পড়ার সম্পর্কে বলি তখন তাদের অনেকেই অবাক হন। বিষয়টি আমার কাছে খুব হাস্যকর মনে হয়। একজন ব্যক্তি বই পড়েন কিনা তা তার বাহ্যিক চরিত্র দেখে কিভাবে বিচার করা যায়? তবে আমাকে যারা খুব কাছে থেকে জানেন তারা এই বিষয় সম্পর্কে খুব ভালো ভাবে জানেন। আমি প্রেমের গল্প এবং উপন্যাসের পাশাপাশি দর্শন ও বিজ্ঞান সম্পর্কিত বইও পড়ি।’

লকডাউনের সময়টিতে হাতে অতিরিক্ত সময় ছিল বলে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বই পড়েছেন বলে জানিয়েছেন জেরিন খান।

সূত্র: চ্যানেল আই

আর/০৮:১৪/২৯ নভেম্বর

Back to top button