অনির্বাণের স্ত্রী মধুরিমার শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য
কলকাতা, ২৯ নভেম্বর- বৃহস্পতিবারই ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয় অনির্বাণ-মধুরিমার। সামনে আসে বিয়ের ছবি, মালাবদলের ভিডিও। আর তার পর থেকেই নেটাদুনিয়ার একাংশে কাঁটাছেড়া শুরু হয় অনির্বাণের ‘পছন্দ’ নিয়ে। নানা কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।
কিন্তু মুখ বুজে সবটুকু মেনে নিতে রাজি নন অভিনেতার অনুরাগীরাও। অনির্বাণের মতো অভিনেতার কীভাবে মধুরিমাকে পছন্দ হল, সে প্রশ্ন করতেও দ্বিধা বোধ করেননি অনেকে। এমনকী তাদের বিয়ের ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, কনের মুখে এত বিরক্তি কেন? বিয়ে করতে কি ইচ্ছা করছিল না? সিঁথিতে সিঁদুর পরানো নিয়েও আপত্তিকর মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতেই প্রতিবাদের সুর চড়া হয়।
অনেকেই অনির্বাণের পাশে দাঁড়িয়ে এমন কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হন। বাংলা ছবির এই মুহূর্তের অন্যতম সেরা অভিনেতার অনুরাগী হিসেবেই শুধু নয়, মানুষ হিসেবেও এ ধরনের নিম্নরুচির মন্তব্যের নিন্দা করেন তারা।
সূত্র: মানবজমিন
আর/০৮:১৪/২৯ নভেম্বর